Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জন সমূহ

সামাজিক বন বিভাগ, রাজশাহীর আওতায় স্থানীয় জনগণকে সম্পৃক্ত করে সামাজিক বনায়নের মাধ্যমে অদ্যাবধি সরকারী বনভূমিতে ২৪৫৭.২৬ হেক্টর উডলট/এগ্রোফরেষ্ট্রী বাগান ৭২১.০ হেক্টর চর বাগান এবং ২০৪৯.৬১ কি.মি. স্ট্রীপ বাগানসহ বাঁশ-২৬০.০ হেক্টর এবং-১৬২.০৫ হেক্টর বেত  বাগান সৃজন করা হয়েছে। উল্লেখিত পরিমাণ বাগানের সাথে জড়িত পুরুষ ২৮০১১ জন, মহিলা ১৫,২৪৪ জনসহ সর্বমোট ৪৩২৫৫ জন উপকারভোগী মাঝে মোট ১৬,১৩,২১,৩৬৩.১৫ (ষোল কোটি তের লক্ষ একুশ হাজার তিনশত তেষট্টি টাকা পনের পয়সা) টাকা শেয়ার বিতরণ করা হয়েছে। সামাজিক বনায়নে সম্পৃক্ত উপকারভোগীদের মধ্যে শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে ২০০৮-২০১৫ সাল পর্যন্ত পর পর প্রথম স্থান অধিকার করেছে। শ্রেষ্ঠ উপকারভোগী হিসেবে অত্র বন বিভাগের একজন উপকারভোগী এবং সর্বোচ্চ ১২,৪২,৩০০/- (বার লক্ষ বিয়াল্লিশ হাজার তিনশত) টাকার চেক  মাননীয় প্রধানমন্ত্রীর নিকট থেকে গ্রহণ করেছে। এছাড়া বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার অত্র বন বিভাগ থেকে  নিয়মিত পেয়ে আসছে।