ষাটের দশকের শুরুতে সামাজিক বনায়ন কার্যক্রমের প্রাথমিক সূচনা লগ্নে রাজশাহী সামাজিক বন বিভাগ সৃষ্টির পর হতে বরেন্দ্র অঞ্চলে ব্যাপক বনায়ন কার্যক্রম শুরু করা হয়। বন বিভাগের কমিউনিটি ফরেষ্ট্রি প্রকল্প, ফরেষ্ট্রি সেক্টর প্রকল্প চালু হলে আশির দশকে এ অঞ্চলে বৃক্ষ রোপণ, নার্সারীতে চারা উত্তোলন, জনসাধারণকে প্রশিক্ষণ ও বন সম্প্রসারণ কার্যক্রম বহুমাত্রিক রুপ লাভ করে যা বর্তমানে অব্যহত আছে। অধিকন্ত বিভিন্ন সামাজিক বনায়ন প্রকল্পের আওতায় অংশিদারিত্বমূলক বনায়ন কার্যক্রম এখন প্রাতিষ্ঠানিক রুপ লাভ করেছে।
রাজশাহী সামাজিক বন বিভাগ রাজশাহী, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলা নিয়ে গঠিত। এ বন বিভাগের আওতায় ৮টি সামাজিক বনায়ন নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্র, ২টি রেঞ্জ এবং ২৩টি সামাজিক বনায়ন বাগান কেন্দ্র রয়েছে। তাছাড়া আলতাদিঘী জাতীয় উদ্যান অত্র বন বিভাগের আওতাভূক্ত। সামাজিক বন বিভাগ, রাজশাহীর আওতায় ৭১৪৭.৬৪ একর বনভূমি রয়েছে। যার পুরোটাই নওগাঁ জেলায় অবস্থিত। প্রান্তিক ভূমিতে (রাস্তার ধার, পুকুর পাড়, বাঁধের ধার, রেল লাইনের ধারে, বরেন্দ্র খাড়ি ইত্যাদি) সহ বনভূমিতে অংশীদারিত্বের ভিত্তিতে সামাজিক বনায়ন কার্যক্রম চলমান রয়েছে এবং দরিদ্র জনগোষ্ঠি সামাজিক বনায়নে অংশ গ্রহণ করে আর্থিকভাবে সাবলম্বি হচ্ছে। পাশাপাশি সামাজিক বনায়ন কার্যক্রম, জলবায়ূ পরিবর্তণ কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস